পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা প্রত্যাশী বা এর সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে স্যাটেলাইটের রিসেপশন ম্যাপ দেখতে পারছে। উক্ত ম্যাপে আগ্রহী ব্যক্তি/ প্রতিষ্ঠান নিজ অভিষ্ট সেবা গ্রহণের স্থানে স্যাটেলাইটের সিগন্যাল প্রাপ্যতা/ কাভারেজ রয়েছে কিনা এবং থাকলে স্থাপতব্য এন্টেনার এলিভেশন এঙ্গেল ও এজিমুথ এঙ্গেল এর মান জানতে পারে।