Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২০

রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমুহ এবং কার্যাবলি

১.১ রূপকল্প (Vision)

স্যাটেলাইট ও সংশ্লিষ্ট সেবায় স্বনির্ভর অর্জন।

১.২ অভিলক্ষ্য (Mission)

গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে যুগোপযোগী ও মানসম্পন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক স্হাপন, পরিচালনা, সেবা প্রদান এবং স্যাটেলাইট সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি।

১.৩ কৌশলগত উদ্দেশ্যসমুহ (Strategic Objectives)

          ১.৩.১ দপ্তর/সংস্হার কৌশলগত উদ্দেশ্যসমুহ

            ১. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যবহার বৃদ্ধি।

            ২. দেশের সকল অনুমোদিত টিভি চ্যানেলসমূহকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনয়ন।

            ৩. দেশের পরবর্তী স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ কার্যক্রম।

             ৪. দেশের অনুমোদিত সকল ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু  স্যাটেলাইট-১ আওতায় আনয়ন।

            ১.৩.২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

            ১. দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ

            ২. কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি

            ৩. আর্থিক ও সম্পদ ব্যবস্হাপনার উন্নয়ন

১.৪ কার্যাবলি (Functions)

১. দেশব্যাপী এবং প্রযোজ্য ক্ষেত্রে বহিঃবিশ্বে স্যাটেলাইট নেটওয়ার্ক বিস্তৃতিকরণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।

২. আধুনিক সুবিধাসম্পন্ন স্যাটেলাইট ও সংশ্লিষ্ট সেবা সম্প্রসারণ। যেমন: ডাইরেক্ট টু হোম (DTH), ভি-স্যাট (VSAT), ব্রডকাস্টিং (Broadcasting), কমিউনিকেশন ট্রাংক (Communication Trunk), টেলিমেডিসিন,ই-লার্নিং প্রভৃতি।

৩. নেটওয়ার্কভুক্ত অঞ্চলে টিভি চ্যানেল সম্প্রচার সেবা প্রদান।

৪. দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্হা নিশ্চিতকরণ ও দুর্গম অঞ্চলে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণ।

            ৫. স্যাটেলাইট সংশ্লিষ্ট গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও পরবর্তী স্যাটেলাইট সংক্রান্ত কার্যক্রম সম্পাদন।