সংবাদ বিজ্ঞপ্তি
তারিখ: ০৪-০৩-২০২৫
সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
সম্ভাব্য সময়সূচি হলো, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০ টা ১ মিনিট মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
উল্লেখ্য বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।
Date |
Start time (local) |
Stop time (local) |
Duration (minute) |
07 March 2025 |
9:53 AM |
10:01 AM |
8 |
08 March 2025 |
9:52 AM |
10:02 AM |
10 |
09 March 2025 |
9:51 AM |
10:03 AM |
12 |
10 March 2025 |
9:50 AM |
10:03 AM |
13 |
11 March 2025 |
9:50 AM |
10:03 AM |
13 |
12 March 2025 |
9:50 AM |
10:02 AM |
12 |
13 March 2025 |
9:51 AM |
10:00 AM |
9 |
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)
জনসংযোগ মুখপাত্র
ওমর হায়দার
মোবাইল – ০১৫২১৩২৮৫৯৬
ই-মেইল : umar.hydar@bscl.gov.bd