Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৫

স্যাটেলাইটের নাম পরিবর্তন সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2025-03-04

সংবাদ বিজ্ঞপ্তি

 

তারিখ: ০৪-০৩-২০২৫

 

উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর `বঙ্গবন্ধু স্যাটেলাইট-১` নাম পরিবর্তন হয়ে ’বাংলাদেশ স্যাটেলাইট-১’ নামকরণ করা হয়েছে। এ ছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া—এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া নামকরণ করা হয়েছে।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এক চিঠিতে স্যাটেলাইটের নাম পরিবর্তনে মাননীয় প্রধান উপদেষ্টা সদয় অনুমোদনের বিষয়টি জানানো হয়।

 

আন্তর্জাতিক পরিসরের জন্য স্যাটেলাইট ইন্ডাস্ট্রির নিয়মনীতি অনুসরণ পূর্বক নাম পরিবর্তন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিএসসিএল শুরু করেছে। উল্লেখ্য এখন থেকে স্যাটেলাইটের যাবতীয় কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে।

 

 

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)

জনসংযোগ মুখপাত্র

ওমর হায়দার

মোবাইল – ০১৫২১৩২৮৫৯৬

ই-মেইল: umar.hydar@bscl.gov.bd